অনলাইন ডেক্স : প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
একইসঙ্গে এনসিপিকে তালিকা থেকে অন্য প্রতীক প্রস্তাবের কথাও জানান তিনি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে ব্রিফিং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের সাথে সংলাপ শুরু করতে যাচ্ছে ইসি।
রাজনৈতিক দলের নিবন্ধনের অপেক্ষায় থাকা জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন সময়ে শাপলা প্রতীকের দাবি জানিয়েছে। সবশেষ সোমবার দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা প্রতীক না পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান।
এর একদিন পর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসা প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এই প্রতীক পাচ্ছে না এনসিপি।
এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীসহ অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি: রিজভীকোনো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি: রিজভী
রাজনৈতিক দলের নিবন্ধন দ্রুতই চূড়ান্ত হবে বলেও জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।