• ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব’: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬, ২৩:৪৩ অপরাহ্ণ
‘আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব’: রুমিন ফারহানা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে একটি পথসভায় তিনি এ আহ্বান জানান।

পথসভায় রুমিন ফারহানা বলেন, “আপনারা ভোটকেন্দ্র পাহারায় থাকবেন। একটা জাল ভোট যেন কেউ দিতে না পারে। আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি করতে না পারে। গুনে গুনে হাঁস আপনারা খোঁয়ারে তুলবেন।”

তিনি আরও বলেন, “১৫ বছর হালচাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে, তাহলে কেমন লাগে? আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব।”

বিএনপির সাবেক এই নেত্রী বলেন, “এবার সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক হলো ‘হাঁস’। এটা কোনো দলের প্রতীক নয়, কোনো বিশেষ গোষ্ঠীরও প্রতীক নয়; এটা সাধারণ আমজনতার প্রতীক। হাঁস মার্কা উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, সাহসের মার্কা, সততার মার্কা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা। সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা। সুতরাং এটা সাধারণ মানুষের মার্কা; এটা কোনো নেতার মার্কা না, এটা কোনো হাই কমান্ডের মার্কা না।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা ১২ তারিখ সারা দিন-রাত ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারায় থাকবেন। আপনারাই আমার ভোটের হেফাজতকারী। আপনারা একটি দিন আমার জন্য কষ্ট করেন; আগামী পাঁচ বছর এই দুই উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ব।”

রুমিন ফারহানা আরও বলেন, “আমার মা-বোনেরা আমাকে গ্যাসের কথা বলেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় হাজার নেতা এসেছেন, হাজার নেতা গেছেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে এখানকার মানুষ পাবে, তারপর বাংলাদেশের অন্য এলাকায় যাবে—এই কথা আমিই প্রথম বলেছি। হাই কমান্ডের ডান হাত, বাম হাত বা কোনো নেতাকেই এটা বলতে শুনি নাই। এলাকার মানুষের যা দাবি, আমারও তাই দাবি।”

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল