• ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীর পলাশপুর এলাকায় আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬, ২১:৪৬ অপরাহ্ণ
নগরীর পলাশপুর এলাকায় আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক::আজ ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি. বেলা ১৫:০০ ঘটিকায় বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন পলাশপুর আলহাজ্ব দলিল উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।

মতবিনিময় কালে এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহসহ অন্যান্য সামাজিক অপরাধ নিরসনকল্পে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।

এছাড়াও তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালনের জন্য আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) জনাব পবিত্র কুমার হালদার, অফিসার ইনচার্জ, কাউনিয়া থানা জনাব মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল