নিজস্ব প্রতিবেদক:: রোববার (২৫ জানুয়ারি) বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বাদী বাদশা মিয়াকে জেলহাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।
মোসা: রীনা বরিশাল জেলার এয়ারপোর্ট থানার রামপট্রি গ্রামের হারুন প্যাদার স্ত্রী।
এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বেঞ্চ সহকারী মো: রাজীব মজুমদার।
জানা যায়, গত বছরের ২৫ আগস্ট প্রতিপক্ষকে হয়রানী করতে প্রতারনা ও অর্থ আত্মসাতের একটি মামলা দায়ের করেন। তদন্তে মামলাটির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়- বাদী আসামিদের ফাসাতে ও হয়রানি করতে বানোয়াট ঘটনা সাজিয়ে মামলাটি দায়ের করেছেন। মামলা শুনানিতে সাক্ষীদের বক্তব্য ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত মনে করেন মামলাটি সম্পূর্ণ মিথ্যা। বাদী প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যা তথ্য দিয়ে মামলা করেন। বাদী আদালতে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়ে দোষ স্বীকার করেন। আদালত বাদী মোসা: রীনাকে এক মাস কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।