• ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দল ‘এনপিএ’-এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬, ২৩:৫৩ অপরাহ্ণ
নতুন রাজনৈতিক দল ‘এনপিএ’-এর আত্মপ্রকাশ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : নতুন রাজনৈতিক দল নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) আত্মপ্রকাশ ঘটেছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল চারটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।

এনপিএর মুখপাত্র হিসেবে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে। ৩ মুখপাত্র হলেন– ফেরদৌস আরা রুমি, নাজিফা জান্নাত ও তুহিন খান। এছাড়া ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটিতে যারা জায়গা পেলেন– অনার্য মুর্শিদ, তাহসিন আহমেদ অমি, মো: হাসিব, অনিক রায়, তুহিন খান, মোশফেক আরা শিমুল, অনিকেত চার্বাক, নজরুল ইসলাম, মোহন বড়ুয়া, অনিন্দ্য পন্ডিত, নাজমুল আহমেদ, রঞ্জন কুমার দে, অনিরুদ্ধ রতন দাস, নাজিফা জান্নাত, রহমত উল আলম, অনুপম সৈকত শান্ত, নাফিসা রায়হানা, রাজীব চক্রবর্তী সুকান্ত, অপু সাহা, নাশাদ ময়ুখ, রাফসান আহমেদ, অমর্ত্য রায়, নাসিরউদ্দিন টগর, রাশেদুল কবীর রাফি, অলিউর সান, নিসর্গ নিলয়, রাহাত মুস্তাফিজ, অলিক মৃ, নীলা চাকমা, রাহুল দাস, আফজাল হোসেন, নুমান আহমাদ চৌধুরী, মেঘমল্লার বসু ও সৈয়দা নীলিমা দোলাসহ প্রমুখ।

এনপিএর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন রাজনৈতিক কাঠামো গঠনের লক্ষ্যে কাজ করবে দলটি। যেখানে পেশিশক্তি কিংবা দখলদারিত্বের কোনো জায়গা হবে না এবং একইসঙ্গে উগ্র গোষ্ঠীরও আশ্রয় হবে না। দলটি মানুষের অধিকার আদায়ে প্রচেষ্টা চালাবে।

দলটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়, বাংলাদেশের জনগণের জন্য এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলা, যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে তার যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নেবে। একই সঙ্গে এই শক্তি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।

আত্মপ্রকাশ অনুষ্ঠান জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে শুরু হয় এবং সমাপ্ত হয় ‘মুক্তির মন্দির সোপানতলে’ দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল