• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু জয়ে শিবিরকে অভিনন্দন জানালো পাকিস্তান জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫, ২২:৫৩ অপরাহ্ণ
ডাকসু জয়ে শিবিরকে অভিনন্দন জানালো পাকিস্তান জামায়াত
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবিরের বিজয়ে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান। দলটির ভেরিফাইড এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এই অভিনন্দন জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে পূর্ণ প্যানেলে ঐতিহাসিক ভূমিধ্বস বিজয়ে শিবিরকে অভিনন্দন।’
এতে আরও বলা হয়, ‘এই সাফল্য বাংলাদেশের এগিয়ে যাওয়া ও উন্নয়নের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে, জাতীয় জীবন ও গণতন্ত্রে ছাত্র ও তরুণদের ভূমিকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরবে এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির পথে অগ্রসর হবে।’

এক্স হ্যান্ডলে দেওয়া জামায়াত ইসলামী পাকিস্তানের পোস্ট।       এক্স হ্যান্ডলে দেওয়া জামায়াত ইসলামী পাকিস্তানের পোস্ট

মঙ্গলবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভূমিধ্বস জয় পায় ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এতে ভিপি, জিএস ও এজিএসসহ ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতেই জয় পান শিবির নেতারা। আর বাকি তিনটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ছাত্রদল, বাম সংগঠনগুলোর দুটো প্যানেল এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্যানেল থেকে কেউ জেতেননি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল