অনলাইন ডেক্স: শেষ হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ নির্বাচন প্রক্রিয়া। আগামী সপ্তাহ নাগাদ আসতে পারে নতুন কোচ নিয়োগের ঘোষণা। সিবিএফ-এর জাতীয় দল পরিচালনা বিভাগের পরিচালক রদ্রিগো কায়েতানো ব্রাজিলিয়ান স্পোর্টস চ্যানেল স্পোরটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ব্রাজিল জাতীয় দলের কোচ নির্বাচন জাতীয় স্বার্থে একটি গুরুতর ও সম্মানজনক দায়িত্ব। আমরা আগামী সপ্তাহের মধ্যেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে চাই।’
ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এখন দুটি নাম সবচেয়ে জোরেশোরে উচ্চারিত হচ্ছে। এর মধ্যে প্রথম নামটি বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। দীর্ঘদিন ধরেই তাকে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে সিবিএফ। তবে এতদিন নানা কারণে তা সম্ভব হয়নি।
তবে এবার ইউরোপ এবং ব্রাজিলের গণমাধ্যম জানাচ্ছে, সিবিএফের সঙ্গে আলোচনা ভালোই এগিয়েছে আনচেলত্তির। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের খবর, আগামী ১১ মে লা লিগায় এল ক্লাসিকোর পরপরই চলে আসতে পারে আনচেলত্তির রিয়াল ছাড়ার ঘোষণা। তারপর সিবিএফের সঙ্গে তার চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
তবে শেষ মুহূর্তে যদি কোনো কারণে আনচেলত্তি এবারও ব্রাজিলের দায়িত্ব নিতে না পারেন, সেক্ষেত্রে বিকল্পও ভেবে রেখেছে সিবিএফ। সৌদি প্রো লিগ ক্লাব আল হিলালের সাবেক কোচ হোর্হে জেসুসের নামও রয়েছে ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায়।
২০১৯ সালে ফ্লামেঙ্গোকে কোপা লিবার্তাদোরেস জেতানো এই পর্তুগিজ কোচকে ব্রাজিলে বেশ সম্মানের সঙ্গে দেখা হয়। তাই তাকেও একটি সম্ভাব্য ‘প্ল্যান বি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সিবিএফের লক্ষ্য, ২৬ মে জাতীয় দলের স্কোয়াড ঘোষণার আগে একজন স্থায়ী কোচ নিশ্চিত করা। কারণ জুনে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তাদের।
বিশ্বকাপ স্মরণকালের সবচেয়ে কঠিন সময় পার করছে ব্রাজিল। বাছাইয়ের সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ ব্যবধানে হেরেছে দলটি। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে এখন চতুর্থ স্থানে রয়েছে তারা। শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে তাদের ব্যবধান ১০ পয়েন্টের। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের নিয়ম অনুযায়ী, শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে।