• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল শহীদ মিনারে ছয় দাবিতে ছাত্রদের অবস্থান, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৫, ২২:৩২ অপরাহ্ণ
বরিশাল শহীদ মিনারে ছয় দাবিতে ছাত্রদের অবস্থান, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের বিরুদ্ধে মামলার রায় ও নিয়োগ সংক্রান্ত অভিযোগের প্রতিবাদে এবং ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশালের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসমাবেশ করেছেন।

রবিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ ব্যানারে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে যোগ দেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নানা ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাবি আদায়ের স্লোগান দেন।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ২০২১ সালে রাতের আঁধারে যেসব ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের নিয়োগ সম্পূর্ণ বাতিল করতে হবে। একইসঙ্গে বিতর্কিত নিয়োগবিধি সংশোধন, সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং ইন্সট্রাক্টর পদবির পরিবর্তনসহ ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

সমাবেশ থেকে বক্তারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বর্ধিত হবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল