• ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬, ০০:০৫ পূর্বাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি গোপালগঞ্জের বৌলতলী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

ওই শিক্ষার্থীর নাম শুভ বৈরাগী। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এর আগে, গত ১ জানুয়ারি শুভ ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে প্রেমঘটিত বিষয়ে তাকে হেনস্তা করার ঘটনা উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে শুভ লেখেন, দুই বছরের বেশি সময় ধরে এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ওই বাড়িতে গেলে পরিবারের কয়েকজন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন।

তার অভিযোগ, তাকে মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে একটি মিথ্যা ভিডিও তৈরি করতে বাধ্য করা হয়, যেখানে তাকে চুরির অপবাদ স্বীকার করানো হয়। এতে তার সামাজিক সম্মান ও মানসিক স্থিতি ভেঙে পড়ে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

বৌলতলী পুলিশ ইনচার্জ মোল্লা আফজাল হোসেন বলেন, “শুভ বৈরাগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আলামত দেখে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। দু-একদিন আগে এ ঘটনা ঘটেছে। শীতের কারণে মরদেহে পচন ধরেনি। তবে, মরদেহ শক্ত হয়ে গেছে।”

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, ‘‘আমরা ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছি। পরিবারকে মামলা দায়েরের জন্য বলা হয়েছে।’’

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল