নিজস্ব প্রতিবেদক: অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই স্লোগান কে সামনে রেখে আজ ( ৮ মার্চ শনিবার) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ মহাপরিদর্শক বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, উপ–পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) বরিশাল রুনা লায়লা, অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ সার্কেল, বরিশাল মোঃ আলাউল হাসান, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল নাহার মুন্নিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।