• ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বাসের ধাক্কায় এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১৯:৫৩ অপরাহ্ণ
বরিশালে বাসের ধাক্কায় এক নারী নিহত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":2,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :বরিশাল নগরীর কাশীপুর বাজার এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় মোসা. তানিয়া আক্তার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাচালক সবুর আলী, নিহতের শাশুড়ি রাহিমা বেগম আহত হন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগীরর কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের মালয়েশিয়া প্রবাসী কবির হোসেন মৃধার স্ত্রী ও দুই সন্তানের জননী।
জানা যায়, তানিয়া আক্তার তার শাশুড়ি রহিমা বেগমকে নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখানোর জন্য সিএনজিচালিত অটোরিকশায় বরিশালের উদ্দেশ্যে রওনা হন। কাশিপুর বাজার এলাকায় অটোরিকশাটি পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস তাদের গাড়িকে ধাক্কা দিলে ছিটকে পড়ে তানিয়া আক্তারের কোমরের নিচে ডান পায়ের হাড় ভেঙে আলাদা হয়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পথচারী মো. রাজু নামের একজন তানিয়া আক্তারকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘাতক বাসটির এখনও কোনো হদিস পাওয়া যায়নি। আমরা ঘাতক বাসটি শনাক্তকরণে কাজ করছি। নিহত তানিয়া আক্তারের মরদেহ মর্গে রয়েছে।