• ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে রদবদল আসবে : উপ-প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ২২:৫৫ অপরাহ্ণ
নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে রদবদল আসবে : উপ-প্রেস সচিব
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে রদবদল আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আজাদ মজুমদার বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে প্রয়োজনীয় রদবদল হবে। এ ব্যাপারে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে প্রশাসনে রদবদল আসন্ন। তবে এটি কী প্রক্রিয়ায় হবে তা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

রদবদল কিভাবে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব জায়গায় রদবদল হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যেখানে প্রয়োজন হবে সেখানেই রদবদল হবে।

এদিকে সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। এছাড়া নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবে।

এর আগে নির্বাচনের প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইন প্রয়োগকারী সংস্থার নির্বাচন প্রস্তুতি নিয়ে পর্যালোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে