• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রিজভীর পা ছুঁয়ে সালাম, ভাইরাল হওয়ার পর পুলিশ সদস্য ক্লোজড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৫, ২২:৩৮ অপরাহ্ণ
রিজভীর পা ছুঁয়ে সালাম, ভাইরাল হওয়ার পর পুলিশ সদস্য ক্লোজড
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক : বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ক্লোজ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ। তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

 

ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ—পুলিশ কমিশনার ইমরানুল ইসলাম বলেন, মিরপুর ট্রাফিক জোনে দায়িত্বরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে ক্লোজ করা হয়েছে। তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

 

এর আগে শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাযার জিয়ারত শেষে গাড়িতে ওঠার সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভীর পায়ে ছুঁয়ে সালাম করেন সার্জেন্ট আরিফুল ইসলাম। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল