• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে আ.লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫, ২২:০১ অপরাহ্ণ
পটুয়াখালীতে আ.লীগ নেতা গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী সদর উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) রাতে পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. জাকির হোসেন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, সম্প্রতি চালু হওয়া বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

জাকির হোসেনকে গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল