• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৫, ২২:৪৮ অপরাহ্ণ
বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলালকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকায় গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ আদায়ের পর ঢাকার খিলগাঁও এলাকার নিজ বাসার সামনে অবস্থিত মসজিদ থেকে বের হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক দুলালের গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, কাজী এমদাদুল হক দুলাল বাবুগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালের গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন।

 

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল