• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কাউনিয়ায় আলোচিত নারী মাদক ব্যবসায়ী শিল্পী আটক দেশীয় অস্ত্র, বিপুল অর্থ ও মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫, ২২:২২ অপরাহ্ণ
কাউনিয়ায় আলোচিত নারী মাদক ব্যবসায়ী শিল্পী আটক দেশীয় অস্ত্র, বিপুল অর্থ ও মাদক উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে আটক করা হয়েছে বরিশালের আলোচিত নারী মাদক ব্যবসায়ী শিল্পী বেগমকে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

 

দীর্ঘ দেড় যুগ ধরে শিল্পী ও তার স্বামী মান্না সুমন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। স্থানীয়ভাবে তারা একসময় ‘অঘোষিত প্রভাবশালী’ হিসেবে পরিচিতি লাভ করেন। এমনকি নিজেদের নিরাপত্তার জন্য এলাকায় স্থাপন করেছিলেন একাধিক সিসি ক্যামেরা, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরে রাখা যায়।

 

পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন–শিল্পী দম্পতি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে শিল্পীকে আটক করা হয়। তবে তার স্বামী মান্না সুমন পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশের সহকারী কমিশনার (পবিএ) পবিএ কুমার হালদার, সঙ্গে ছিলেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন, সেকেন্ড অফিসার হরসিদ মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তা।

 

পরে স্থানীয়দের উপস্থিতিতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় — ১০২ পিস ইয়াবা,মাদক বিক্রির নগদ ২০ লক্ষাধিক টাকা,কয়েকটি দেশীয় অস্ত্র

 

পুলিশ জানায়, আটক শিল্পীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি পলাতক স্বামী মান্না সুমনকে গ্রেপ্তারের অভিযানও অব্যাহত রয়েছে।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদক চক্র দমনে থানা ও গোয়েন্দা পর্যায়ে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় এ অভিযানকে পুলিশ একটি বড় সাফল্য হিসেবে দেখছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল