অনলাইন ডেক্স : দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে কুমিল্লা, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আজকের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা। আকস্মিক প্লাবনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বোর্ডগুলো।
এই তিনটি বোর্ডই জানিয়েছে, শুধুমাত্র আজকের (১০ জুলাই) পরীক্ষাগুলোই স্থগিত করা হয়েছে। আগামী ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো যথারীতি চলবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে। পরীক্ষার্থীদের নিয়মিতভাবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং বোর্ডের ওয়েবসাইট থেকে তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ড
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী জেলায় অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দুই উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ অবস্থায় কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো। অন্য আটটি সাধারণ বোর্ডে উক্ত তারিখের এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।
মাদ্রাসা বোর্ড: সারা দেশে একযোগে পরীক্ষা
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা সারা দেশে একই প্রশ্নপত্রে একযোগে নেওয়া হয়। ফলে কোনো একটি অঞ্চলে সমস্যা দেখা দিলেও সারা দেশে পরীক্ষা স্থগিত করতে হয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১০ জুলাই তারিখের আলিম ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হলো।
কারিগরি বোর্ড: দেশজুড়ে বন্ধ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষা একই প্রশ্নে দেশব্যাপী নেওয়া হয়। কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১০ জুলাই তারিখের সব পরীক্ষা স্থগিত করা হলো।
এই তিন বোর্ডের সিদ্ধান্তে সারা দেশের লাখো পরীক্ষার্থীকে আজ পরীক্ষার পরিবর্তে অনিশ্চয়তায় কাটাতে হচ্ছে। তবে আশার খবর, স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে।