• ৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি ও সম্পাদক পদে জামায়াত সমার্থকরা জয়ী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩০, ২০২৫, ২৩:৩৮ অপরাহ্ণ
গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি ও সম্পাদক পদে জামায়াত সমার্থকরা জয়ী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক: গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা। বাকি ১১টি পদে জিতেছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবারের নির্বাচনে এ দুটি প্যানেলের প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফল নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সুলতান উদ্দিন।

সভাপতি পদে বিজয়ী প্রার্থী মো. শামসুল হক ভূঁইয়া পেয়েছেন ৭৬৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ড. শহিদ উজ্জামান পেয়েছেন ৫৬৪ ভোট। 

৬৯৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান কামাল। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম মোল্লাহ পেয়েছেন ৬৪৮ ভোট।
বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার সুলতান উদ্দিন ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচনে সমিতির ১ হাজার ৮৯০ ভোটারের মধ্যে ১ হাজার ৪২৫ জন ভোট দিয়েছেন।

প্রাপ্ত ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে সহসভাপতি পদে আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ পদে মো. আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক পদে মো. কামরুল হাসান রাসেল, অডিটর পদে রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে সালাহ্ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা পদে আজিজা আক্তার এবং সদস্য পদে আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান ও শ্যামল সরকার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া জামায়াত সমর্থিত প্রার্থী মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী ফখরু সহসাধারণ সম্পাদক পদে এবং সদস্য পদে আব্দুর রহিম ও মাহদী হাসান নির্বাচিত হয়েছেন।