• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫, ২২:২৯ অপরাহ্ণ
হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে পালানো সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের তিনি জানান, ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা খুবই সংকটজনক বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ুযারা এই হামলার সঙ্গে জড়িত, তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের খুঁজে বের করা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ ও র‌্যাবও মাঠে কাজ করছে।”

এর আগে শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে আসা দুজন অস্ত্রধারী বিজয়নগর এলাকায় রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢামেকে নেওয়া হয়।

মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, হাদি একজন সহযোগীকে নিয়ে রিকশায় যাচ্ছিলেন। কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে, এবং একাধিক পুলিশ টিম অভিযান পরিচালনা করছে।

ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোশতাক আহমেদ জানান, শরিফ ওসমান হাদির মাথায় গুলি লেগেছে এবং তিনি এখন গভীর অচেতন অবস্থায় (কোমায়) রয়েছেন। তার অবস্থা অত্যন্ত গুরুতর।

এদিকে হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভিড় করেন জুলাই অভ্যুত্থানকামী সংগঠনের কর্মীরা। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সেখানে বিক্ষোভও চলছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল