• ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলনের প্রতিনিধি ছাড়াই সংবাদ সম্মেলনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬, ২৩:২০ অপরাহ্ণ
ইসলামী আন্দোলনের প্রতিনিধি ছাড়াই সংবাদ সম্মেলনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যের’ সংবাদ সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে আটটার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদেরসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

এদিকে আজ গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন জানিয়েছে, আগামীকাল শুক্রবার বেলা ৩টায় একটি সংবাদ সম্মেলন করবে তারা। সেখানে জোটের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করবেন দলটির নেতারা।

আশরাফ আলী আকন বলেন, ‘আমাদের দলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—আমরা আজকের সংবাদ সম্মেলনে অংশ নেব না।’

ইসলামী আন্দোলন জোটে থাকছে কি না—এমন প্রশ্নের জবাবে আশরাফ আলী বলেন, ‘আগামীকালের সংবাদ সম্মেলনে আমরা বিষয়টি ক্লিয়ার করে বলব।’

এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত করতে মগবাজারের কার্যালয়ে দিনভর রুদ্ধদ্বার বৈঠকেও ইসলামী আন্দোলন অংশ নেয়নি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল