অনলাইন ডেক্স : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটি সুপ্রিম কোর্টে গ্যাস বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজি) সৈয়দ আলী নাসির রিজভী গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০:৫৫ মিনিটের দিকে সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে অবস্থিত একটি ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণের এই ঘটে।
আলী নাসির রিজভি আরও জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বেসমেন্টে অবস্থিত ক্যান্টিন এবং একটি চা ঘরে গত তিন দিন ধরে গ্যাস লিকেজ হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। একইসঙ্গে ক্যান্টিনের দুটি এয়ার কন্ডিশনার (এসি) ঠিকমতো কাজ করছিল না। আজ টেকনিশিয়ানরা সেগুলো মেরামত করার সময় বিস্ফোরণ ঘটে।
তিনি জানান, আহত ১২ জনের মধ্যে ৯ জনকে পলিক্লিনিক হাসপাতালে এবং তিনজনকে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিমস) ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, যাদের মধ্যে একজনের শরীরের ৮০ শতাংশ এবং অন্য জনের ৩০ শতাংশ পুড়ে গেছে। বাকিরা সামান্য আঘাত পেয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর হাতে আসা একাধিক ভিডিওতে সুপ্রিম কোর্ট ভবনের ভেতরের ক্ষতিগ্রস্ত অংশ মেঝেতে রক্তের দাগ দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল এবং এটির ধাক্কায় পুরো সুপ্রিম কোর্টভবন কেঁপে উঠেছিল। আদালত ভবনের যেসব কক্ষে মামলার শুনানি চলছিল, বিস্ফোরণের পর সেসব কক্ষকগুলো থেকে লোকজন ছুটে বেরিয়ে আসে। বিস্ফোরণের ধাক্কায় সুপ্রিম কোর্টের ৬ নম্বর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা জানা গেছে।
আইজি নাসির রিজভি জানান, স্পেশাল ব্রাঞ্চ, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং রেসকিউ ১১২২ কর্মীদের সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে কোনও ধরণের বিস্ফোরকের চিহ্ন পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেছেন তিনি। ।
সূত্র: ডন