• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাজেট সঙ্কটে বিপিএল থেকে সরে দাঁড়াল ফরচুন বরিশাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫, ১৮:৫৪ অপরাহ্ণ
বাজেট সঙ্কটে বিপিএল থেকে সরে দাঁড়াল ফরচুন বরিশাল
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক:: বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) আবারও বিতর্কে। মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনা নিয়ে প্রায় প্রতি আসরেই আলোচনায় থাকে এই টুর্নামেন্ট। এবারও তার ব্যতিক্রম নয়।

চলতি বছরের ডিসেম্বরেই বিপিএলের দ্বাদশ আসর আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নির্ধারিত সময়েই টুর্নামেন্ট হলে অংশ নেবে না ফরচুন বরিশাল, এমনটা জানিয়েছেন দলের মালিক মিজানুর রহমান।

বিসিবি গত ১২ অক্টোবর বিপিএলের নতুন আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি খোঁজার বিজ্ঞাপন দেয়। ১৪ থেকে ২৮ অক্টোবরের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলো আবেদন করতে পারবে। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান আবেদন করেছে বলে জানায় বিপিএল গভর্নিং কাউন্সিল। চূড়ান্তভাবে ছয়টি দলকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হতে পারে।

তবে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানিয়েছেন, ডিসেম্বরেই টুর্নামেন্ট হলে তাদের পক্ষে অংশ নেওয়া সম্ভব হবে না। তার ভাষায়, ‘স্বল্প সময়ে বাজেট জোগাড়, খেলোয়াড় নিশ্চিত করা এবং অন্যান্য প্রস্তুতি নেওয়া খুব কঠিন হয়ে পড়ছে। এক-দেড় মাসে ২৪ ঘণ্টা কাজ করলেও সব কিছু ঠিকভাবে করা সম্ভব না।’

এর আগেও মিজানুর রহমান টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা সবসময় খেলাধুলার সঙ্গে ছিলাম এবং থাকব। যদি সময়টা একটু বাড়ানো হয়, আমরা অবশ্যই অংশ নেব।’

ফরচুন বরিশালের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন স্লটে বিপিএল আয়োজন করা হলে তারা অবশ্যই অংশগ্রহণ করবে। তবে ডিসেম্বরেই টুর্নামেন্ট শুরু হলে এবার মাঠে দেখা যাবে না বরিশালকে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল