• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সদর উপজেলার নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫, ১৯:৫৮ অপরাহ্ণ
বরিশাল সদর উপজেলার নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার উদ্যোগে ১৬ আগস্ট ২০২৫ তারিখে উপজেলা আমীর মাওলানা সফিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ কাওসার হোসাইন এর সঞ্চালনায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি বরিশাল সদর -৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী এ্যাড.মুয়াযযম হোসেন হেলাল। প্রধান অতিথি তার বক্তব্যে সৎ,যোগ্য ও আল্লাহ ভীরু জনপ্রতিনিধি নির্বাচনে কর্মীদের যথাযথ ভুমিকা ময়দানে পালনের আহ্বান জানান এবং সাধারণ জনগণের সাথে সম্পর্ক আরো বৃদ্ধি করার পরামর্শ দেন। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে সকল জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে তা জনগণকে অভিহিত করতে হবে এবং স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র জনকল্যাণ মুখী কর্মসূচিতে অংশগ্রহণ করে ভূমিকা রাখতে হবে। কারণ হিসেবে তিনি বলেন একজন জমায়াত কর্মী মানে একজন সমাজকর্মী।

সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা নায়েবে আমির ড.এস এম মাহফুজুর রহমান, বরিশাল মহানগরীর সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শামীম কবির, বরিশাল সদর উপজেলার নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন নেছারী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বায়তুল মাল সেক্রেটারী মাওলানা ইউসুফ আলী গাজী, সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম, সদর উপজেলা মানবসম্পদ সেক্রেটারি আশ্রাফ আলী গাজী , বরিশাল সদর উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব গাজী মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বন্দর থানা সভাপতি আব্দুল্লাহ আল জাবেদ সেক্রেটারি খাইরুল ইসলাম মাসুম এবং চরমোনাই, চরকাউয়া , চাঁদপুরা , শায়েস্তা বাদ,টুঙ্গিবাড়িয়া ও চন্দ্র মোহন ইউনিয়ন সভাপতি সেক্রেটারি গন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল