• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ২২:৩৩ অপরাহ্ণ
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তোলপাড়
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর—২ আসন ( নেছারাবাদ , কাউখালী ও ভান্ডারিয়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—এর মনোনয়ন নিয়ে শুরু হয়েছে তোলপাড়। দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন।

তবে এ মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় দেখা দিয়েছে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের ঝড়। মনোনয়ন না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন একই আসনের প্রার্থীপ্রত্যাশী ফখরুল আলম ও তাঁর সমর্থকরা।

বৃহস্পতিবার দুপুরে ফখরুল আলমের নির্দেশে গুচ্ছগ্রাম বালিহারী ও সুটিয়াকাঠি এলাকা থেকে শতাধিক নারী—পুরুষ অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা “আমাদের প্রার্থী ফখরুল আলম চাই” বলে স্লোগান দেন এবং মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, বিক্ষোভে অংশ নেওয়া অনেক নারী—পুরুষকে টাকা—পয়সা দিয়ে আনা হয়েছে। এতে তৃণমূলের কর্মীদের মধ্যে হতাশা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। তবে ফখরুল আলমের সমর্থকরা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা দলীয়ভাবে অবহেলিত, তাই নিজেদের দাবি জানাতে শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমেছি।”

দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন— “যাকে দল মনোনয়ন দেবে, দলের সকল নেতাকর্মীকে তার পক্ষেই কাজ করতে হবে। সংগঠনের সিদ্ধান্তের বাইরে কোনো অবস্থান গ্রহণ করা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের প্রকাশ্য বিক্ষোভ দলীয় ঐক্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সংগঠনের ভেতরে বিভাজনের ইঙ্গিত ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে, যা নির্বাচনী মাঠে বিএনপির অবস্থানকে দুর্বল করতে পারে।

তবে কেন্দ্রীয় ও জেলা বিএনপি নেতারা আশাবাদী, খুব শিগগিরই সব ভুল বোঝাবুঝি কেটে যাবে। তাঁরা বলছেন, “দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। সবাই মিলে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমনের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে বিএনপি।”

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, পিরোজপুর—২ আসনে বিএনপির অভ্যন্তরীণ এ সংকট দ্রুত সমাধান না হলে আওয়ামী লীগের প্রার্থী সহজেই সুবিধা নিতে পারেন। তাই আগামী কয়েকদিন দলের অভ্যন্তরীণ অবস্থানই নির্ধারণ করবে, বিএনপি এই আসনে কতটা শক্তভাবে টিকে থাকতে পারে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল