• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

৩১ কোটি টাকার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ২২:২৯ অপরাহ্ণ
৩১ কোটি টাকার অবৈধ জাল জব্দ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: রিশালের মেহেন্দিগঞ্জে প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার (৫ নভেম্বর) কালিগঞ্জ কোস্টগার্ড স্টেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টায় কোস্টগার্ড মেঘনা নদীর সবুজ বয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি ইঞ্জিনচালিত বোটে তল্লাশি করে প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ সময় জালের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দ করা জাল মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানির উপস্থিতিতে নষ্ট করা হয় এবং বোট ক্রুদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল