নিজস্ব প্রতিবেদক : ভোটারদের আর্থিক সহায়তার টাকায় নির্বাচন করতে চান বরিশাল-৩ এবং বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ডা. মনীষা চক্রবর্ত্তী। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে আর্থিক সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা দিয়েছেন। অপরদিকে ডা. মনীষা চক্রবর্ত্তী মাটির ব্যাংক এবং বিভিন্ন মাধ্যমে সর্বস্তরের ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নির্বাচনী ব্যয় মেটাতে আর্থিক সহায়তা চেয়েছেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে আর্থিক সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা দিয়েছেন। গত ৪ জানুয়ারি ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ আবেদন করেছেন।
ভিডিওর ক্যাপশনে লিখেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নির্বাচন করছি। নদী ঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে নির্বাচনী প্রচারনার খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া এবং আর্থিক সহযোগিতা।
তিনি আরও লিখেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা চলমান রাখা শত শত শহীদদের রেখে যাওয়া আমানত। আসুন, সকলে মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি, ইনসাফ ও আজাদির লড়াইটা চালিয়ে যাই।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ লিখেছেন, জনতার টাকায় জনমুখী রাজনীতিতে যারা সাহায্য করতে চান তারা যেন তার দেওয়া বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবে টাকা পাঠান।
অপরদিকে বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী মাটির ব্যাংক এবং বিভিন্ন মাধ্যমে সর্বস্তরের ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নির্বাচনী ব্যয় মেটাতে আর্থিক সহায়তা চেয়েছেন।
ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন- সংসদ হোক জনগণের অধিকার আদায়ের জায়গা, কোটিপতিদের ক্লাব নয়। আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলের সমর্থন ও ভোট প্রত্যাশী। নির্বাচনী ব্যয় নির্বাহে সকলের সহযোগিতা চাই।
সহযোগিতা করতে বিকাশ, নগদ ও ব্যাংক একাউন্ট নম্বরও দিয়েছেন প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী।