নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও দৈনিক সময়ের আলো’র ব্যুরো চিফ এম মোফাজ্জেলের উপর হামলার চেষ্টা চালিয়েছে সুভব্রত নামে এক সন্ত্রাসী। সে একটি চাইনিজ কুড়াল নিয়ে বরিশাল প্রেসক্লাব অভ্যন্তরে ঢুকে এম মোফাজ্জেলকে খোঁজ করে। এক পর্যায়ে তাকে না পেয়ে সামনে পেলে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান হীরা সহ সংগঠনের সদস্যবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। অতি দ্রুত এই হামলাচেষ্টাকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ইউনিয়নের নেতৃবৃন্দ।