• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে আইনজীবিকে পি’টি’য়ে ও কু*পি*য়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫, ২৩:১২ অপরাহ্ণ
পটুয়াখালীতে আইনজীবিকে পি’টি’য়ে ও কু*পি*য়ে জখম
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :  পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এতে আনোয়ারের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মক জখম হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিমে পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাৎক্ষণিক আইনজীবী আনোয়ারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

আহত আনোয়ার হোসাইন বলেন, মহিপুর থানার ধুলাস্বরের নয়াকাটা গ্রামের একটি মাছের ঘের নিয়ে কুয়াকাটার হারুন মৃধার দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। এ ঘটনায় প্রায় একমাস আগে আনোয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার বিকালে কুয়াকাটায় সালিশ মিমাংসার কথা ছিলো। কিন্তু আনোয়ার কুয়াকাটা এলাকায় পৌছানোর সঙ্গে সঙ্গে হারুন মৃধার নেতৃত্ব ১০ থেকে ১৫ জন তার উপর অতর্কিত হামলা চালায়।

এ সন্ত্রাসী হামলার ঘটনায় কলাপাড়া উপজেলা আইনজীবী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মলক বিচার দাবী করেন।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল