• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ১১ কেজি গাঁ*জাসহ আটক, ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫, ২৩:১৪ অপরাহ্ণ
বরিশালে ১১ কেজি গাঁ*জাসহ আটক, ২
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ১১ কেজি গাঁজাসহ ২ মাদকবিক্রেতা গ্রেপ্তার।

বরিশালে ১১ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দাপুলিশের পরিদর্শক ছগির হোসেনের নেতৃত্বে বিমানবন্দর থানাধীন ইছাকাঠি এলাকার ‘লাদেন সড়ক’ থেকে ১০ কেজি গাঁজাসহ নুর উদ্দিন নামের যুবককে গ্রেপ্তার করা হয়। ৩৪ বয়সি এই যুবক নোয়াখালীর চরজব্বার ইউনিয়নের পশ্চিম চর জব্বার গ্রামের মৃত বশির আহম্মেদের ছেলে।

গোয়েন্দাপুলিশের পরিদর্শক ছগির সাংবাদিকদের জানান, মিনি কাভার্ডভ্যানযোগে গাঁজার একটি বড় চালান বরিশালে ঢুকছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়েছে। এতে কাভার্ডভ্যানটির মধ্যে ১০ কেজি গাঁজা পাওয়া গেছে। মাদকের এই চালানটি সম্ভবত ঝালকাঠির নলছিটি উপজেলার জনৈক বিক্রেতার কাছে পৌছে দেওয়ার উদ্দেশ ছিল। কিন্তু এর আগেই ধরা পড়েছে।

একই রাতে কোতয়ালি মডেল থানাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ পোর্টরোড ভূমি অফিসের সম্মুখে অভিযান চালিয়ে এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মনির হোসেন বাবু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে। শহরের ফিশারী রোড এলাকার এই যুবক ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকার জনৈক মাদক বিক্রেতার কাছ থেকে গাঁজার চালানটি নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে তাকে গ্রেপ্তার করে ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম হোসেনের নেতৃত্বাধীন টিম।

গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি এবং বিমানবন্দর থানায় মামলা হয়েছে।’

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল