• ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালগামী সাকুরা বাসে ডাকাতি!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২৫, ২২:৩৭ অপরাহ্ণ
বরিশালগামী সাকুরা বাসে ডাকাতি!
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহি বাসে ডাকাতি ও যাত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার (১৮ মে) দিবাগত রাত ১ টা ৪৫ মিনিটে মাদারীপুরের ভুরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বাসটিতে ১৩ জন যাত্রী ছিলো।

বাসে থাকা যাত্রীরা জানান, ডাকাত দলের দু’জন সদস্য যাত্রীবেশে ঢাকার সায়েদাবাদ থেকে সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১৮৫৭৪) বাসে উঠে। এর কিছু সময় পরেই তারা বাসে থাকা অন্য যাত্রীদের সাথে বসার আসন নিয়ে দ্বন্দ্বে জড়ায়। পরবর্তীতে বাসটি যখন মাদারীপুরের ভুরঘাটা বাস স্টেশনে আসে তখন তারা নেমে যাওয়ার জন্য বাসটি থামাতে বলেন। বাসটি থামালে হঠাৎ করে তাদের দলের ১০/১৫ জন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসে প্রবেশ করে যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলায় মুয়ীদুর রহমান ও খলিলুর রহমান নামে দুইজন গুরুতর জখম হয়েছেন এবং আরো ৪ যাত্রীর স্মার্ট ফোন ও নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

বাসের যাত্রী বরিশাল নগরের টাউন স্কুলের বাসিন্দা সুজন বলেন, আমি ঘুমানো ছিলাম হঠাৎ করেই বাসের মধ্যে মারধরের শব্দে ঘুম ভেঙ্গে যায়। তখন ১০/১৫ ব্যাক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলার শিকার মুয়ীদুর রহমান বলেন, আমি বাসে ঘুমানো ছিলাম এসময় হঠাৎ করেই ১০/১২ জনের একটি দল আমাকে ঘুমের মধ্যেই মারধর করতে থাকে।

আহত অপর যাত্রী খলিলুর রহমান বলেন, আমি ব্যবসায়ীক কাজ শেষে ঢাকা থেকে ফিরছিলাম ঘুমের মধ্যে হঠাৎ করেই দেখি আমার পাশের যাত্রীকে মারধর করছে ১০/১২ জন। তাদের থামাতে গেলে তারা আমার উপরেও হামলা চালায়। এসময় তার সাথে থাকা নগদ আড়াই লাখ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। একই সময় ডাকাত দলের সদস্যরা বাসের মধ্যে থাকা এক নারী যাত্রীর দুইটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়ার পাশাপাশি অকথ্য ভাষায় গালি গালাজ করে।

নারী যাত্রী জানান, বাসের এক যাত্রী হঠাৎ করে ব্যাগ থেকে অস্ত্র বের করে মারা শুরু করে সবাইকে পরবর্তীতে দেখি বাসে অনেক লোক উঠে মারা শুরু করছে। এক ভাইয়ার টাকা নিয়ে গেছে, ফোন নিয়ে গেছে, আমার ফোন নিয়ে গেসে। মারামারিতে বাসের জানালার গ্লাসও ক্ষতিগ্রস্থ হয়েছে।

ডাকাতির শিকার সাকুরা পরিবহনের ওই বাসটির টিকিটের তথ্য বিশ্লেষনে দেখা যায়, যাত্রী বেশে ডাকাত দলের দুই সদস্য মাহবুব নামে (ডি ১-২) দুইটি টিকেট ক্রয় করেন।

টিকেটে পাওয়া ফোন নাম্বারে তার নামের পাশে সহ অর্থ সম্পাদক বরিশাল জেলা গন অধিকার পরিষদ পদবী উল্লেখ করা রয়েছে।

টিকেটের ওই নাম্বারটিতে যোগাযোগ করা হলে তিনি নিজেকে আব্বাস পরিচয় দেন এবং ঘটনার দিন তিনি ঢাকা থেকে বরিশালগামী কোন বাসের টিকেট ক্রয় করে নি বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বাসটির সুপারভাইজার শাহাদাৎ হোসেন বলেন, ভুরঘাটায় দুজন যাত্রী নামবে এর জন্য যখন বাস থামানো হয়। তখন বাসের সামনে ১০-১২ জন আমার বাসের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র সহ দাঁড়িয়ে আছে। এর ভিতরের ৪-৫ জন বাসের ভিতরে উঠে হামলা শুরু করে।

এবিষয়ে সাকুরা পরিবহনের এজিএম মো: ইসমাইল সাগর বলেন, অনাকাক্সিক্ষত ঘটনাটির সম্পর্কে আমি ওই রাতেই জেনেছি। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। শীঘ্রই অভিযুক্তদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

তবে এ বিষয়ে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের এএসপি মো: মারুফ হোসেন বলেন, আমি বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বাস দেন এই কর্মকর্তা।