• ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বাস থেকে তিন হাজার কেজি জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬, ২৩:৪৪ অপরাহ্ণ
বরিশালে বাস থেকে তিন হাজার কেজি জাটকা জব্দ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তিন হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। পরে সেগুলো এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিনগত রাত ১২ টায় বরিশাল মহানগরীর আমতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই জাটকা জব্দ করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ।

তারা জানায়, সেনাবাহিনী ও কোতয়ালী মডেল থানা পুলিশ যৌথভাবে মহানগরীর আমতলা মোড়ে অভিযান চালিয়ে পটুয়াখালী ও কুয়াকাটা থেকে ঢাকাগামী অন্তরা ক্লাসিক ও রাজধানী পরিবহন নামের দুটি বাস থেকে তিন হাজার কেজি জাটকা উদ্ধার করা হয়।

পরে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এসএম শরিয়তুল্লার উপস্থিতিতে আদালত পাড়ায় ওই জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে জাটকাগুলো জব্দ ও পরবর্তীতে সেগুলো দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল