• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে চুরি করতে গিয়ে ধরা পড়ে কান ধরে ২০ বার ডুব দিলেন যুবক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬, ২২:৪৬ অপরাহ্ণ
বরিশালে চুরি করতে গিয়ে ধরা পড়ে কান ধরে ২০ বার ডুব দিলেন যুবক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে পার্কিং করা মোটরসাইকেলের হেলমেট চুরির সময় চোরকে হাতেনাতে ধরে ফেললেন স্থানীয়রা। চুরির শাস্তি হিসেবে তাকে শীতের রাতে নগরীর সদর রোডের বিবির পুকুরে কান ধরে ২০ বার ডুব দেওয়ানো হয়েছে। পরবর্তীতে তাকে ফুটপাতের দোকান থেকে নতুন প্যান্ট ও টি-শার্ট কিনে দিয়ে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

ধরা পড়া ব্যক্তির নাম ইউসুফ হোসেন। সে নিজেকে উজিরপুর উপজেলার মশাং গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেয়। বর্তমানে নগরীর সাগরদী এলাকায় থাকেন বলেও জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান- সম্প্রতি নগরীর সদর রোড এলাকায় পার্কিং করা মোটরসাইকেলের হেলমেট চুরির ঘটনা আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। এতে চরম ক্ষুব্ধ ছিলেন মোটরসাইকেল চালকরা। অবশেষে মঙ্গলবার দিবাগত রাতে সেই চোরকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। তবে চোরকে মারধর করা হয়নি। ব্যতিক্রমী এক শাস্তি উদ্যোগ নেয় স্থানীয়রা। শীতের রাতে পুকুরে নেমে কান ধরে টানা ২০ বার ডুব দেয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান- মঙ্গলবার রাতে বিবির পুকুর পাড়ে পার্কিং করা একটি মোটরসাইকেল থেকে মুহূর্তের মধ্যে হেলমেট খুলে নেওয়ার সময় ওই যুবককে হাতেনাতে আটক করা হয়। এ সময় আটক যুবক সবার সামনে নিজের ভুল স্বীকার করে অনুরোধ জানান, তাকে যেন মারধর করা না হয়। একপর্যায়ে শাস্তি হিসেবে সে নিজেই পুকুরে নেমে ডুব দিতে রাজি হয়। এরপর শীতের রাতে বিবির পুকুরে নেমে কান ধরে একের পর এক ২০টি ডুব দেয়।

ভেজা শরীরে কাঁপতে থাকা যুবক প্রতিটি ডুবের সঙ্গে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইতে থাকেন। পরবর্তীতে স্থানীয় কয়েকজন ব্যক্তি কাছের ফুটপাতের দোকান থেকে ইউসুফকে নতুন প্যান্ট ও টি-শার্ট কিনে দেন। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল