• ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২৫, ২২:১৫ অপরাহ্ণ
বরিশালে হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক:পবিত্র রমজান মাস উপলক্ষে বরিশালে হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার উদ্যোগে জাহিদুল ইসলাম বরকত, তার বন্ধু ইমরান ও অন্যান্য তরুণদের সহযোগিতায় এ মহতী কার্যক্রম বাস্তবায়িত হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে আয়োজিত এ ইফতার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্বই নয়, এটি মানবতার সেবাও। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহানুভূতির বন্ধনকে আরও দৃঢ় করবে।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি সমাজের সহানুভূতি ও দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে তারা এই উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজ করে আসছে। রমজানের এই পবিত্র সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটি প্রতিবারের মতো এবারও এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।