• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৫, ২২:০৭ অপরাহ্ণ
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের আন্দোলন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-ঢাকা মহাসড়কে চাকরি পুনর্বহালসহ দুই দফা দাবিতে অবরোধ ও বিক্ষোভ করেছেন অপসো স্যালাইন ফার্মার ছাঁটাই হওয়া শ্রমিকরা।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় তারা মহাসড়ক আটকে বিক্ষোভ শুরু করেন।

অবরোধের ফলে বরিশালের প্রবেশমুখে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়, দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

অবরোধ কর্মসূচিতে সংহতি জানাতে উপস্থিত হন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, বাসদ জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা ও এস এল ফার্মা লিমিটেডে কাজ করে আসছিলেন। প্রথমে দৈনিক হাজিরায় ২২০ টাকা বেতনে কাজ করলেও পরে মাস্টাররোলে অন্তর্ভুক্ত করা হয় তাদের। কিন্তু মাত্র এক বছরের মাথায় কোনো নোটিশ ছাড়াই প্রতিষ্ঠানটি ৫৭০ শ্রমিককে ছাঁটাই করে দেয়। এতে শত শত শ্রমিক পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছে।

তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে শ্রমিকদের বাদ দিয়ে নতুন ১২০০ শ্রমিক নিয়োগের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। যা শ্রমিকদের সঙ্গে চরম অন্যায় ও ষড়যন্ত্র বলে দাবি করেন তারা।

১৭ দিন ধরে আন্দোলনে থাকা শ্রমিক মিজানুর রহমান বলেন, “জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে আলোচনা হলেও কোম্পানির পক্ষ থেকে আমাদের দাবি মানার কোনো ইচ্ছা নেই। চাকরিচ্যুতির এক মাস আগে আমাদের শ্রমিক ইউনিয়ন অনুমোদন পাওয়ার কারণে এই ছাঁটাই করা হয়েছে। পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, “একযোগে ৫৭০ শ্রমিক ছাঁটাই অযৌক্তিক ও অমানবিক। এতদিন আন্দোলন চললেও শ্রমিকদের পুনর্বহাল বা ক্ষতিপূরণের উদ্যোগ নেয়নি কোম্পানি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে আছে।”

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল