নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামে অভিযান চালিয়ে চোরাই ইঞ্জিনচালিত একটি কাঠের ট্রলারসহ মাহবুব হাওলাদার (৩৫) নামে এক আন্তঃজেলা চোরচক্রের সদস্যকে গ্রেফতার করেছে কাজিরহাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোরশেদ বিষয়টি কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে অবগত করেন। পরবর্তীতে ওসির নির্দেশে এসআই মোরশেদ, এসআই মামুন ও সঙ্গীয় ফোর্সসহ পশ্চিম রতনপুর গ্রামের ৩নং ওয়ার্ডে বজলু ঘরামির মুদি দোকানের পূর্ব পাশে খালের পাড়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ মাহবুব হাওলাদারকে আটক করতে সক্ষম হয় এবং তার সহযোগী আলামিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মাহবুবকে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, জব্দকৃত কাঠের ইঞ্জিনচালিত ট্রলারটি বরিশালের মেহেন্দিগঞ্জ থানার মেঘনা নদী এলাকা থেকে চুরি করে এনে বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। জব্দকৃত ট্রলারের দৈর্ঘ্য প্রায় ২৯ ফুট ৮ ইঞ্চি এবং আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, মাহবুব হাওলাদার একজন পেশাদার চোর এবং তার বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বাকেরগঞ্জ উপজেলার কবাই হাওলাদারবাড়ির এনায়েত হাওলাদার ওরফে হিরু ওরফে জাহাঙ্গীরের ছেলে।
এলাকাবাসীর দাবি, এই চুরির ঘটনার সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তি জড়িত থাকলেও তারা এখনো পুলিশের নাগালের বাইরে রয়েছে।
এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, “চুরির ঘটনায় কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং–৩, তারিখ: ৭/১১/২০২৫)। পলাতক আসামি আলামিনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই চক্রের পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনা হবে।”
পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।