• ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল শিক্ষা বোর্ড অফিসে কর্মকর্তাদের যোগদান নিয়ে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২৫, ২১:৩৫ অপরাহ্ণ
বরিশাল শিক্ষা বোর্ড অফিসে কর্মকর্তাদের যোগদান নিয়ে উত্তেজনা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক:বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অফিসে কর্মকর্তাদের যোগদান নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল ও উপ-বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদের যোগদানকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় চলে।
রোববার (২ মার্চ) দুপুরে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটে।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল ও উপবিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদের যোগদানকে কেন্দ্র করে দুই পক্ষের ঘণ্টাব্যাপী উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
জানা গেছে, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল ও উপ-বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদের যোগদানকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী সংঘ। এ সময় তারা অভিযোগ করেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল ও উপ-বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল বরিশালের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর করে দেয়া বিএম কলেজ শিক্ষক পরিষদের সদস্য ছিলেন। ফলে তাদের যোগদান করতে বাধা দেন তারা।
এ বিষয়ে জানতে উপপরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামালকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনফল রিসিভ করেননি।
তবে অভিযোগ অস্বীকার করে উপ-বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ জানান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অফিসে উপ-বিদ্যালয় পরিদর্শক পদে যোগদান করতে এসে কর্মকর্তা ও কর্মচারীদের তোপের মুখে পড়েন তিনি ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল।
এরআগে উপ-বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ সহযোগী অধ্যাপক পদে যশোর সরকারি কলেজে ছিলেন ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল সহযোগী অধ্যাপক পদে বাকেরগঞ্জ সরকারি কলেজে ছিলেন।
হাসান মাহমুদ আরো বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ পদ দুটিতে নিয়োগ চান। এ নিয়েই মূলত দ্বন্দ্ব। আমাদের দুজনকে আওয়ামী লীগের ‘দোসর’ বলা হয়েছে। তদন্ত করে যদি এমন প্রমাণ পায়, তবে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছি আমরা। দুজনে স্ব স্ব পদে যোগদান করেছি।
এদিকে, খবর পেয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অফিসে উপস্থিত হন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ সাংবাদিকেরা। পরে দুপক্ষ তাদের যুক্তি তুলে ধরেন। পরে ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা শেষে যোগদান করেন তারা।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, শিক্ষা বোর্ডে যাদের বদলি অথবা নিয়োগ দেয়া হয়, তাদের সবাইকে মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার তদন্তের পর চূড়ান্ত করা হয়। তারপরও অভিযোগ উঠেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে কামরুজ্জামান কামাল ও উপ-বিদ্যালয় পরিদর্শক পদে হাসান মাহমুদ যোগদান করেছেন।