নিজস্ব প্রতিবেদক : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের মনোনিত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ইসলামী সমাজ গড়তে হলে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী। দেশবাসী বলছেন সব দল দেখা হয়েছে, এবার জামায়াতে ইসলামীকে দেখতে চাই। তার অনেক যোক্তিক কারন ইতিমধ্যে তারা অনুভব করেছেন। সেই কারনে দেশে একটি পরিবর্তনের ছোয়া লেগেছে। যার প্রথমিক আলামত হলো দুটো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ভয়ের কোন কারণ নেই কেননা ভোটকেন্দ্র দখলের দিন শেষ। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে জনগণ তা শক্ত হাতে রুখে দিবে।
বরিশাল মহানগরীর ২৫ নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে। ২০ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে তিনটায় জাগুয়া কলেজ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট হেলাল আরো বলেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে আমাদের দাওয়াত পৌছে দিতে হবে। সকল প্রপাগাণ্ডা ও গুজবকে ময়দানে থেকে জনগণকে নিয়ে রুখে দিতে হবে। ভোটারদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। বিগত দিনে দেশের সবচেয়ে নির্যাতিত দল জামায়াত। এখন সবচেয়ে মানবিক দল, জনবান্ধব দল ও দেশ প্রেমিক দল হিসেবে জনগণ দেখছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, কোতোয়ালি থানা (দক্ষিণ) আমির তারেকুল ইসলাম, থানা নায়েবে আমির অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, থানা সেক্রেটারি মাওলানা আঃ রব। সভাপতি ছিলেন ২৫ নং ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইউনুস খান। জামায়াতের কয়েক’শ কর্মী সমর্থক এই সভায় অংশ নেন।