• ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক এম মোফাজ্জেলের উপর হামলাচেষ্টা: জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ২৩:০৪ অপরাহ্ণ
সাংবাদিক এম মোফাজ্জেলের উপর হামলাচেষ্টা: জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও দৈনিক সময়ের আলো’র ব্যুরো চিফ এম মোফাজ্জেলের উপর হামলার চেষ্টা চালিয়েছে সুভব্রত নামে এক সন্ত্রাসী। সে একটি চাইনিজ কুড়াল নিয়ে বরিশাল প্রেসক্লাব অভ্যন্তরে ঢুকে এম মোফাজ্জেলকে খোঁজ করে। এক পর্যায়ে তাকে না পেয়ে সামনে পেলে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান হীরা সহ সংগঠনের সদস্যবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। অতি দ্রুত এই হামলাচেষ্টাকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল