• ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হলো ৭২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ২৩:২৫ অপরাহ্ণ
বরিশাল সদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হলো ৭২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের ৭২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার  (২৫ ফেব্রুয়ারি) সকাল দশটায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব আব্দুল শুক্কুর সাবেক উপসচিব, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইকবাল হাসান।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ইয়ারুননেছা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত )সাইদুননেছা ।
এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জিয়াউল ইসলাম সাবু, উপজেলা বি এন পির সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম সেলিম,জনাব রেজাউল করীম ,জনাব শাহ আলম (ভারপ্রাপ্ত চেয়ারম্যান)চরবাড়িয়া ইউনিয়ন ,জনাব আব্বাস আকন , জনাব ইউসুফ হাওলাদার, জনাব মজিবুল হক,জনাব মঈন সরদার,জনাব মাসুদ,বরিশাল সহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিযোগিতায় দৌড়, মানকি দৌড় , বল নিক্ষেপ, চেয়ার সিটিংসহ প্রায় ২০ টি ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।