• ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫, ২২:৫০ অপরাহ্ণ
রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে : আসিফ মাহমুদ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, সেটা রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হবে।’

এখন থেকে আর রাজনৈতিক দলের প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না বলেও জানান আসিফ মাহমুদ।এর আগে দুপুরে ফেসবুকে পোস্ট তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।

বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এসংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।