• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্ল্যাট থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫, ২২:২৮ অপরাহ্ণ
ফ্ল্যাট থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই বাসার গৃহকর্মী পলাতক রয়েছে। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

 

সোমবার (৮ নভেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ৩২/২/এ নম্বর ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীটি।

নিহতরা হলেন- মালাইলা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)।

 

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বাসার গৃহকর্মীকে সন্দেহ করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহতরা ভবনের ৭ তলায় বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। দুপুর ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

ঘটনাস্থলে থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা যান।‎

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল