• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠির সাংবাদিক খলিলের উপর সন্ত্রাসী হামলা, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫, ২২:৫০ অপরাহ্ণ
ঝালকাঠির সাংবাদিক খলিলের উপর সন্ত্রাসী হামলা, থানায় মামলা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির সাংবাদিক মোঃ খলিলুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ) রাতে ঝালকাঠি সদর থানায় ভিকটিম খলিলুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

(যার মামলা নং ১০)।

মামলার আসামীরা হলেন, ঝালকাঠি সদর থানার কীর্ত্তিপাশা ইউনিয়নের গোবিন্দধবল গ্রামের বেলায়েত সর্দারের পুত্র মোঃ সুজন সরদার (২৫), আনোয়ার সর্দারের পুত্র রাকিব সরদার(২৩), মোজাম্মেল তালুকদারের পুত্র মোঃ সজিব তালুকদার ওরফে মোয়াজ্জেম (৩০) মোঃ জাকির সর্দারের পুত্র মোঃ লিমন সরদার।

মামলার বিবরণে জানা যায়, আসামীরা মাস্তান, চাঁদাবাজ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। ৪ ডিসেম্বর দুপুর অনুমান সাড়ে ১২টায় কীর্ত্তিপাশা ইউনিয়নের তারাপাশা ব্রীজের দক্ষিণ পাশে সংবাদ সংগ্রহকালে আসামীরা পূর্ব থেকে ওৎপেতে থেকে বাদী সাংবাদিক খলিলুর রহমানের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হাড়ভাঙা জখম করে এবং পকেটে থাকা ১০ হাজার ৪শত টাকা নিয়া যায়। আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, প্রাথমিক তদন্ত শেষে মামলাটি রুজু করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাদী সাংবাদিক খলিলুর রহমান জানান, আসামিরা বিভিন্ন মাধ্যমে আমাকে নানা রকম হুমকি ধমকি দিয়ে আসছে। আমি জান মালের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল