• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ঘুষের ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন ভূমি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ২৩:১৫ অপরাহ্ণ
পটুয়াখালীতে ঘুষের ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন ভূমি কর্মকর্তা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীতে ঘুষের ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন ভূমি কর্মকর্তা।

বরিশাল বিভাগের পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঘুষ ও দালাল চক্রের ভিডিও ধারণের সময় সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে বুধবার রাত ৯টার দিকে উপজেলা ভূমি অফিসে। মোবাইলটি দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মাহমুদ হাসানের। তিনি জানান, আল-আমীন নামে এক দালালের মাধ্যমে টাকা নেয়ার প্রমাণ সংগ্রহের সময় ভিডিও ধারণ করতে গেলে ক্ষুব্ধ হয়ে ফোনটি কেড়ে নেন ওই কর্মকর্তা।

বিজয় টেলিভিশনের প্রতিনিধি রাকিব হোসাইন বলেন, এসময় দালালদের ডেকে মব তৈরিরও চেষ্টা করেন কর্মকর্তা জাহিদুল। অভিযোগ রয়েছে, তার মাধ্যমে দীর্ঘদিন ধরেই ঘুষের লেনদেন চলছিল। এ বিষয়ে জাহিদুল ইসলাম ফোনে দুঃখ প্রকাশ করে বলেন—“সরি ভাই, আমার ভুল হয়ে গেছে।

রাঙ্গাবালী থানার ওসি জানান, অভিযোগ পেয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল