• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন বিএনপিকে একটি সতর্কতা সংকেত দিয়েছে : সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫, ২২:৪৪ অপরাহ্ণ
ডাকসু নির্বাচন বিএনপিকে একটি সতর্কতা সংকেত দিয়েছে : সেলিমা রহমান
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন- পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। এই নির্বাচন বিএনপিকে একটি সতর্কতা সংকেত দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বরিশালে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেলিমা রহমান এ কথা বলেন।

বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যলায়ে জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা এতে অংশ নেন।

উৎসবমুখর পরিবেশে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় আগামী জাতীয় নির্বাচনে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সেলিমা রহমান।

এরআগে তিনি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল