• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কাউনিয়া থানাধীন কাগাশুরা বাজারে বিট ভিত্তিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ১৩:২২ অপরাহ্ণ
কাউনিয়া থানাধীন কাগাশুরা  বাজারে বিট ভিত্তিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।
সংবাদটি শেয়ার করুন....

 

নিজস্ব প্রতিবেদক:গত ৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ বিকেল ০৫ টায় কাউনিয়া থানাধীন কাগাসূরা বাজারে (১৩ নং বিটের) বিট ভিত্তিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ কাউনিয়া থানা জনাব মোঃ নাজমুল নিশাত।

বিট ভিত্তিক ওপেন হাউজ ডে’র শুরুতেই উপস্থিত ভুক্তভোগী ও সেবা প্রত্যাশী জনসাধারন নানান বিষয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি অত্যন্ত গুরুত্ব সহকারে সকলের উত্থাপিত সমস্যা শুনে তার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি, মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানাে, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ , সংশ্লিষ্ট বিট অফিসার ও বিভিন্ন সেবা প্রত্যাশী।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল