• ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএম কলেজে বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অনশন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৫, ২২:৪৪ অপরাহ্ণ
বিএম কলেজে বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অনশন শুরু
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে দীর্ঘ ২৪ বছর ধরে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ইতিহাস বিভাগের ২১–২২ সেশনের শিক্ষার্থী ফেরদৌস রুমি আমরণ অনশন শুরু করেছেন।

কলেজ সূত্রে জানা গেছে, গত দুইদিন ধরে ফেরদৌস রুমি কলেজের প্রশাসনিক ভবনের সামনে অনশন অবস্থান করছেন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফেরদৌস রুমি সাংবাদিকদের বলেন,“৩২ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর বিএম কলেজ। ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু টানা ২৪ বছর ধরে নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।”

তিনি আরও বলেন,“গত এক মাস ধরে আমরা নির্বাচনের দাবিতে নানা কর্মসূচি পালন করছি। কিন্তু প্রশাসন কোনো সাড়া দেয়নি। তাই বাধ্য হয়ে আমি আমরণ অনশন শুরু করেছি। যতদিন না নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা হবে, ততদিন এই অনশন চলবে।”

এ বিষয়ে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন,“ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে শিক্ষকদের নিয়ে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে। এখন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে। খুব শিগগিরই বাকসু নির্বাচনের তারিখ প্রকাশ করা হবে।”

এর আগে, গত ২৩ অক্টোবর শিক্ষার্থীরা বাকসু নির্বাচনের দাবিতে কলেজ প্রশাসনিক ভবনের দুই ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন,“বিএম কলেজ ছাত্র সংসদ শুধু নেতৃত্ব গঠনের ক্ষেত্র নয়, এটি ছিল শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের মাধ্যম। অথচ দীর্ঘ দুই যুগেও প্রশাসন নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে।”

উল্লেখ্য, সর্বশেষ বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয় প্রায় ২৪ বছর আগে। এরপর থেকে কলেজে ছাত্র সংসদ কার্যক্রম বন্ধ রয়েছে, ফলে শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রতিনিধিত্বের ঘাটতি তৈরি হয়েছে বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল