• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে চায় ৪১%, জামায়াতের পক্ষে ৩০%, ভোট বেড়েছে আ. লীগের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ২২:৫৫ অপরাহ্ণ
বিএনপিকে চায় ৪১%, জামায়াতের পক্ষে ৩০%, ভোট বেড়েছে আ. লীগের
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। আর জামায়াতের পক্ষে ৩০ শতাংশের বেশি ভোটার। তবে আগের তুলনায় আওয়ামী লীগের ভোট প্রায় ৫ শতাংশ বেড়েছে।

পরামর্শক সংস্থা ইনোভিশন কনসাল্টিংয়ের জরিপে এমন তথ্য উঠে এসেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও আর্কাইভ মিলনায়তনে এ জরিপের প্রতিবেদন প্রকাশ করা হয়।

জরিপে দেখা যায়, এখন আওয়ামী লীগকে ১৮ দশমিক ৮০ শতাংশ মানুষ ভোট দিতে চায়। যা আগের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। আর জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দিতে চান ৪ দশমিক এক শতাংশ ভোটার।

জরিপে আরও উঠে আসে, ভোটার বিবেচনায় ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে রয়েছে। জামায়াত শুধুমাত্র রংপুর বিভাগে এগিয়ে আছে। এছাড়া, বরিশালে এগিয়ে আওয়ামী লীগ ৷

এবারের নির্বাচনে প্রতীক নয়, প্রার্থী বিবেচনায় ভোট দিতে চান ভোটাররা। ভোটে বিএনপি এগিয়ে থাকলেও জামায়াতের স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে সন্তুষ্ট ভোটাররা। তবে তাদের একটি অংশ কোন দলকে ভোট দেবেন, সেই সিদ্ধান্ত এখনও নেননি।

সারাদেশের মোট ১০ হাজার ৪১৩ জনের তথ্যের ভিত্তিতে এই জরিপের ফলাফল নির্ধারিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

তথ্যসূত্র :- টেলিভিশন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল