• ৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২৫, ১৭:০৪ অপরাহ্ণ
বরিশালে আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চার নেতা-নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, আওয়ামী লীগের গৌরনদী উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, গৌরনদী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সোহরাব হোসেন, গৌরনদী উপজেলা মহিলা লীগের সদস্য সালমা আক্তার ছবি এবং আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, চাঁদশী এলাকায় বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার রাতে তিনজনকে গ্রেফতার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, ২০২২ সালের ১৪ নভেম্বর গৈলা বাজারে হামলা চালিয়ে ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলামকে আহত করা হয়। এ ঘটনায় চলতি বছরের ১২ জানুয়ারি মামলা করেন রাতুল। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার রাতে ফিরোজ সিকদারকে গ্রেফতার করা হয়।