নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠিতে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে মো. সমির মল্লিক (৪০) নামের এক যুবক নি*হ*ত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে কৃষ্ণকাঠি গ্রামের মল্লিক বাড়িতে এই ঘটনা ঘটে।
নি*হ*ত সমির মল্লিক ওই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে সমির মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই বাবুল মল্লিকদের বিরোধ চলছিল। মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সমির মল্লিক ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং তিনি মাটিতে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো: মেহেদী হাসান বলেন , নি*হ*ত সমিরের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য- নিহতের পরিবার দাবি করেছে, চাচাতো ভাই বাবুল মল্লিক শাবল দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়েছে।