নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খু*ন হয়েছে।
গতকাল রবিবার (১১ মে) সন্ধ্যা ৮ টায় বাহাদুরপুর গ্রামে মাধব সরদারের বসত ঘরে তার স্ত্রী সাগরিকা (২৫) খু*ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যার পরে পারিবারিক কলহে মাধব সরদার তার স্ত্রী সাগরিকাকে মারধর করে গলা টিপে ধরে তখন সগরিকা মৃ*ত্যুবরণ করেন। ঘটনার পর থেকে সাগরিকার স্বামী মাধবসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।
নি*হ*ত সাগরিকা (২৪) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের রমেশ হালদারের কন্যা। ২০১৬ সালে মাধব সরদারের সাথে সাগরিকার পারিবারিকভাবে বিবাহ হয়। এই দম্পতির ৬ বছরের নিরব নামের একটি শিশু সন্তান রয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাস্থল থেকে আজ সকালে নি*হ*ত সাগরিকার ম*রদেহ উদ্ধার করেছে পুলিশ। লা*শ ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাগরিকার শ্বশুর বাড়ির পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় একটি হ*ত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।