• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে স্বামীর হাতে স্ত্রী খু*ন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২৫, ২২:২৪ অপরাহ্ণ
বরিশালে স্বামীর হাতে স্ত্রী খু*ন!
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খু*ন হয়েছে।

গতকাল রবিবার (১১ মে) সন্ধ্যা ৮ টায় বাহাদুরপুর গ্রামে মাধব সরদারের বসত ঘরে তার স্ত্রী সাগরিকা (২৫) খু*ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যার পরে পারিবারিক কলহে মাধব সরদার তার স্ত্রী সাগরিকাকে মারধর করে গলা টিপে ধরে তখন সগরিকা মৃ*ত্যুবরণ করেন। ঘটনার পর থেকে সাগরিকার স্বামী মাধবসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।

নি*হ*ত সাগরিকা (২৪) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের রমেশ হালদারের কন্যা। ২০১৬ সালে মাধব সরদারের সাথে সাগরিকার পারিবারিকভাবে বিবাহ হয়। এই দম্পতির ৬ বছরের নিরব নামের একটি শিশু সন্তান রয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাস্থল থেকে আজ সকালে নি*হ*ত সাগরিকার ম*রদেহ উদ্ধার করেছে পুলিশ। লা*শ ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাগরিকার শ্বশুর বাড়ির পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় একটি হ*ত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল